সিজদায় দোয়া

সিজদা সময় দুয়াঃ 

  • সুবহা’না রাব্বিয়াল আ’লা (৩ বার)
  • 'ইয়া যাল জালালি ওয়াল-ইকরাম" (৩ বার) 
  • আল্লাহর নামে দুয়া করা "আর রাহমান, আর রাজ্জাক, আরও .. 
  • "আল্লাহুম্মা ইগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনী বি ফাদলিকা আম্মান সিওয়াকা"
  • মানি আতুর বীন আজাবিল কবর
  • ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরামমিনহা।
  • লা ইলাহ ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মোবিন।
  • রাব্বিক ফিরলি জুনুবি
  • আল্লাহুম্মা আজিরনি মিনান নার (৩ বার
  • আল্লাহুম্মা ইন্নি আস-আলুকা বি-আন্না লাকাল হা'মদু লা-ইলা-হা ইল্লা-আনতা ওয়াহ'দাকা লা-শারিকা লাকাল মান্না-ন, ইয়া বাদিআ'স্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।’ 
  • আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি
  • আল্লাহ তোমার তাওহিদের কালিমা "লা ইলাহ ইল্লাল্লাহ" এর উছিলা করে আমি চাঁছি...
  • আল্লাহ তুমি আমার সব দুয়া কবুল কর .....
----------------------------

২ সিজদার মাঝখানে দুয়াঃ 

  • আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি

    Comments

    Popular posts from this blog

    তিন কুল পড়ার ফজিলত ও আমলের পদ্ধতি

    বদনজর থেকে বাঁচতে যে দোয়া ও আমল করবেন

    Working Routines