সালাত ওয়াক্ত + সালাত শিক্ষা:-

 ✅ ফজর: ৪ = ২সুন্নাত এবং পরে ২ফরজ ….

 ✅ যোহর: ১০ = ৪ সুন্নাত, ৪ফরজ, ২সুন্নাত….

 ✅ আছর: ৮ = ৪ ফরজ। ফরজের পূর্বে ৪ সুন্নাত

 ✅ মাগরিব: ৫ = ৩ফরজ, ২সুন্নাত। 

 ✅ ইশা: ১০ = ৪সুন্নাত, ৪ফরজ, ২সুন্নাত, ৩ বিতর।

 ✅ Tahajjud: 2 রাকাত করে ৮রাকাত বা বেশি।


সালাত শিক্ষা:-


* আল্লাহুআকবার..                                              

* আউযুবিল্লা হিমিনাশ শায়তোয়ানির রজিম। 

* বিসমিল্লাহির রহমানির রহিম। 

* সূরা ফাতেহা এবং এর সাথে ১টি সূরাঃ- সুরা কাফিরুন 

 

* রুকু- ‘সুবহানা রব্বীয়াল আযীম’(৩বার)

 

৮. রুকু হইতে উঠিবার সময়- সামিআল্লাহু লিমান হামিদাহ।(১বার) (ঈমামের পেছনে মুকতাদিরা বলবে) (এখানে রাব্বানা লাকাল হামদ পর্যন্ত পড়লেও হবে।)


৯. রুকু হইতে উঠিবার পর- সিজদাহ- “সুবহানা রাব্বীয়াল আ‘লা” (৩বার)।


#দুই সিজদার মাঝেঃ- আল্লাহুম্মাগফিরলি, ওয়ার হামনি, ওয়া ধিনি, ওয়া আফেনি, ওয়ার জুকনি।

   

এর পর আবার উঠে দাড়িয়ে হাত বেধে সূরা ফাতেহার সাথে অন্য একটি সূরা পড়ে [এক্সঃ সুরা ইখলাস ] অনুরূপ করে তাশাহুদে বসতে হবে। ৪ রাকায়াত বিশিষ্ট নামাজ হলে শুধু ‘আত্তাহিয়াতু’ পড়ে আবার উঠে দাড়াতে হবে, আর ২ রাকায়াত বিশিষ্ট নামাজ হলে নিম্নক্ত ৪ টি দোয়া পড়ে সালাম ফিরাতে হবে।

 

১০. তাশাহুদঃ-

আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্ সালাওয়াতু, ওয়াত্ তাইয়িবাতু। আস্সালামু 'আলাইকা আইয়্যুহান নাবীয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস্ সালিহীন। আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশ্হাদু আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

 

​খ. দুরুদ- আল্লাহুম্মা সল্লি 'আলা মুহাম্মাদিওঁ ওয়া 'আলা আলি মুদাম্মাদিন। কামা সল্লাইতা 'আলা ইবরাহীমা ওয়া 'আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক 'আলা মুহাম্মাদিওঁ ওয়া 'আলা আলি মুদাম্মাদিন। কামা বারাক্তা 'আলা ইবরাহীমা ওয়া 'আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ।

  

গ. দোয়া মাছুরা- আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা। ওয়া লা ইয়াগ ফিরুযুনূবা ইল্লা আংতা ফাগ্ফির লী। মাগফিরাতাম মিন ইনদিকা্। ওয়ার হামনী। ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম।

 

ঘ. রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :"তোমরা কেউ যখন তাশাহুদ পড় তখন চারটি জিনিষ থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করো। এই বলে দু’আ করবেঃ

 

আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিন আযা-বি জাহান্নামা, ওয়া মিন আযা-বিল ক্ববরী, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামা-তি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল। (এই দোয়াটি দোয়া মাছুরা পড়ার পরে পড়তে হবে)


১১. সালাম ফিরানো- ‘আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ’ বলে ডানদিকে ও বামদিকে সালাম দিয়ে নামায শেষ করতে হবে।

 

যেমনঃ ৩বার আস্তাগফিরুল্লাহ। অর্থ-আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি।


#৩৩ বার সুবহা-নাল্লাহ, ৩৩বার ওয়াল হামদুল্লিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবর। 


#৩৩ বার “আল- আলিয়্যু” 


#যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের সময়:- ৩৩বার সুবহানাল্লাহ, ৩৩বার আলহামদুলিল্লাহ, ৩৩বার আল্লাহু আকবার পড়ে এবং ১০০বার পূর্ণ করার জন্য ১বার - লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির -পড়ে তার সব গুনাহ মাফ করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমান হয়।’ (মুসলিম)।


মোনাজাত- রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাঁও ওয়া ফিল্ আখিরাতি হাসানাতাঁও ওয়াকিনা আযাবান্নার।

     

* দোয়া কুনুত- (বিতর নামাযে পড়া হয়)- আল্লাহুম্মা ইন্না নাস্তায়ীনুকা, ওয়া নাস্তাগ্ফিরুকা, ওয়া নু'মিন বিকা, ওয়া নাতাওয়াক্কালু 'আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস'আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্ফারি মুলহিক।

Comments

Popular posts from this blog

তিন কুল পড়ার ফজিলত ও আমলের পদ্ধতি

বদনজর থেকে বাঁচতে যে দোয়া ও আমল করবেন

Working Routines