অভাব দুর করার জন্য রাসুল কারীম ﷺ হাদিস

হযরত সাহাল বিন সা'দ(রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত,তিনি বলেন একজন লোক(সাহাবা) দরবারে রেসালতে এসে মুহাম্মদ ﷺ এর কাছে তার অভাব- অভিযোগ করেন। 

তখন রাসুল ﷺ তাকে বললেন - যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে তখন "আস সালামু আলাইকুম " বলে প্রবেশ কর। ঘরে কেউ থাকুক বা না-ই  থাকুক। আমি রসুলের উপর সালাম পেশ করবে,  এরপর قل هو الله أحد  (সুরা ইখলাস) পড়বে একবার।

এইরকম যে ব্যক্তি পালন করবে, তার উপর আল্লাহ রিজিকের দরজা খুলে দেবেন। আল্লাহ শুধু তার রিজিক প্রশস্ত করবেন না এবং তার সাথে প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের রিজিকও খুলে দিবেন।

☞ইমাম কুরতুবীঃ  তাফসীরে কুরতুবী, ২২/৫৬৬ পৃঃ।

☞ইমাম সাখাবীঃ আল কওলুল বদী, পৃঃ ১২৪। 



Comments

Popular posts from this blog

তিন কুল পড়ার ফজিলত ও আমলের পদ্ধতি

বদনজর থেকে বাঁচতে যে দোয়া ও আমল করবেন

Working Routines