এশার নামাজের পরের আমল

 এশার নামাজের পরের আমল

* প্রথমে ১০০ বার দরুদ শরীফ, এরপর ৪৯৯ বার লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ + ১ বার লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযিম,পুনরায় ১০০ বার দরুদ শরীফ।


  • *আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (১০০) বার।
  • *লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ (৪৯৯)বার।
  • *লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম (০১)বার।

-----------------------

তাহাজুদ নামাজের পরের আমলঃ 


#সূরা_ইখলাসের_ফজিলত 

#সূরা_ইখলাসের_ফজিলত 
সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার ওযুর সাথে অর্থাৎ ওযু অবস্থায় পড়ার ১০টি উপকার
১. আল্লাহ তা'য়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন।
২. রহমতের ৩০০ দরজা খুলে দিবেন।
৩. রিজিকের ৩০০ দরজা খুলে দিবেন। 
৪. মেহেনত ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন।
৫. আল্লাহ তা'য়ালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন। আপন ধৈর্য্য থেকে ধৈর্য্য দিবেন। আপন বুঝ থেকে বুঝ দিবেন।
৬. ৬৬ বার কুরআন খতম করার সাওয়াব দিবেন।
৭. ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন।
৮. জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত মার্জান ও জমজমদের তৈরী।প্রত্যেক মহলে ৭০ হজার দরজা থাকবে।
৯. ২০০০ রাকাআত নফল নামায পড়ার সাওয়াব দিবেন।
১০. যখন তিনি মারা যাবেন ১,১০,০০০ ফেরেশতা তার যানাযায় শরিক হবেন।(সুবহানআল্লাহ)
আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে জানার বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। 
আমিন 💖
[রেফারেন্সঃ রিয়াযুস স্বা-লিহীন হাদিস নম্বরঃ ১০১৭ সহীহুল বুখারীঃ৫০১৫, ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫ নাসায়ীঃ ৯৯৫ আবূ দাউদঃ১৪৬১ আহমাদঃ১০৬৬৯ সহীহ আল জামি আস সগীরঃ৬৪৭২]💕

Comments

Popular posts from this blog

তিন কুল পড়ার ফজিলত ও আমলের পদ্ধতি

বদনজর থেকে বাঁচতে যে দোয়া ও আমল করবেন

Working Routines