Posts

Showing posts from April, 2022

Working Routines

Daily Routines ❒  ২ঃ০০ - ৩ঃ০০ " তাহাজুদ্দের নামাজ " ❒   ৩ঃ০০ - ৫ঃ৩০ " কাজ করা " ❒   ৫ঃ৩০ - ৬ঃ০০ " ফজরের নামাজ + দোয়া + জিকির " ❒   ৬ঃ০০ - ১০ঃ০০ " কাজ করা " ----------------------- ❒   ১০ঃ০০ - ৫ঃ০০ " খাবার + ঘুম + ঘরের কাজ + গোসল + নামাজ + ইত্যাদি "  ❒     ৫ঃ০০ - ৮ঃ০০ " নামাজ + কাজ + খাবার + ইত্যাদি " ------------------------------- ----------------------- আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ➜ ২ঃ০০ - ৩ঃ০০ am কিসমিস ভিজান পানি+খাওয়া মেসওয়াক করা ওজু করা আতর + ভাল কাপড় পড়া তাহাজুদ্দের নামাজ পড়া  দোয়া করা + মোনাজাত  সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার ➜ ৩ঃ০০ - ৫ঃ৩০ am পুশআপ ২০+ দেয়া  আল্লাহর নামে কাজ শুরু করা ➜ ৫ঃ৩০ - ৬ঃ০০ am ফজরের নামাজ পড়া  দোয়া + জিকির সকালের  ➜ ৬ঃ০০ - ১০ঃ০০  am আল্লাহর নামে কাজ শুরু করা ➜ ১০ঃ০০ - ৫ঃ০০  am খাবার খাওয়া  ঘুমানো  ঘরের কাজ টুকিটাকি  গোসল করা  দুপুরের নামাজ পড়া  ইত্যাদি ➜  ৫ঃ০০ - ৮ঃ০০  pm নামাজ পড়া  কাজ...

রাতে ঘুমানোর আগের কিছু আমল

মুমিন সর্বক্ষণ আল্লাহর জন্য নিবেদিত। প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে আত্মসমর্পিত। তাই মুমিনের জীবনের প্রত্যেক অংশ আল্লাহর স্মরণ-জিকির ও তার বিধান মোতাবেক অতিবাহিত হয়। ফলে মুমিন জীবনের প্রতিটি কাজে-কর্মে আল্লাহর পক্ষ থেকে পুণ্য ও সওয়াব লাভে ধন্য হয়। জীবনাচারের প্রতিটি ক্ষেত্রের মতো রাত্রিযাপনেও ইসলাম আদব ও শিষ্টাচার শিক্ষা দিয়েছে। হাদিসের আলোকে রাতে ঘুমানোর কিছু আমল তুলে ধরা হলো। ঘুমানোর প্রয়োজনীয় প্রস্তুতিঃ ঘুমানোর আগে সতর্কতাস্বরূপ প্রয়োজনীয় কয়েকটি কাজের নির্দেশ দিয়েছেন রাসূল (সা.)। হাদিসে রাসূল (সা.) বলেন, ‘তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রেখো। ঘরের দরজাগুলো বন্ধ রেখো। আর সন্ধ্যাবেলায় তোমাদের বাচ্চাদের ঘর থেকে বের হতে দিও না, কারণ এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও (প্রভাব ফেলে) করে। ঘুমের আগে বাতিগুলো নিভিয়ে দেবে। কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্জ্বলিত সলিতাযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং ঘরের লোককে জ্বালিয়ে-পুড়িয়ে দেয়। ’ (বুখারি, হাদিস নং: ৩৩১৬) শোয়ার স্থান নির্বাচনে সতর্কতাঃ নির্জন কোনো ঘরে একাকী রাত যাপনের বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে ওমর (রা.) থেকে...

জানের উপর আসলে মালের উপর যাই

Image
  এক ব্যক্তি মুসা আলাইহিস সালাম এর দরবারে এসে হাজির হয়ে বলল, হুজুর, আমাকে পশু পাখির ভাষা শিখিয়ে দিন।এই বিষয়ে আমার খুবই আগ্রহ সৃষ্টি হয়েছে।তিনি ফরমালেন তোমার এই আগ্রহ ভালো নয়,তুমি এটা বাদ দিয়ে দাও।সে বললো হুজুর! এতো তো আপনার কোন ক্ষতি নেই।আমার একটি বাসনা মাত্র।আপনি এটি পূর্ণ করে দিন। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, মাওলা! এই লোকটি এই বিষয়ে বার বার বিরক্ত করছে।আমি কি করতে পারি নির্দেশ দিন! আল্লাহ তা'আলা নির্দেশ দিলেন, লোকটি যখন বিরত হচ্ছে না, ওকে পশু পাখির ভাষা শিখিয়ে দাও।অতএব মূসা আলাইহিস সালাম ওকে পশু পাখির ভাষা শিখিয়ে দিলেন। লোকটির একটি মোরগ ও একটি কুকুর ছিল।একদিন খাবার খাওয়ার পর লোকটির চাকরানী যখন দস্তরখানা ঝেড়ে ফেললো, তখন সেখান থেকে এক টুকরো রুটি পড়ল।লোকটার কুকুর ও মোরগ উভয়ই দৌড়ে আসল সেই টুকরাটা খাবার জন্য।কিন্তু টুকরাটি মোরগই পেয়ে গেল।তখন কুকুর মোরগকে বলল, আরে জালিম!  আমি ক্ষুধার্ত, এই টুকরাটি আমাকে দিয়ে দিতে পারতে। তোমার খাদ্য তো শস্য দানা, কিন্তু তুমি এই টুকরাটিও ছাড়লে না।মোরগ বলল নিরাশ হয়ো না।কাল আমাদের মালিকের ষাড়টি মারা যাবে। তখন তুমি ওইটার মাংস, যা খুশি ...

অভাব দুর করার জন্য রাসুল কারীম ﷺ হাদিস

হযরত সাহাল বিন সা'দ(রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত,তিনি বলেন একজন লোক(সাহাবা) দরবারে রেসালতে এসে মুহাম্মদ ﷺ এর কাছে তার অভাব- অভিযোগ করেন।  তখন রাসুল ﷺ তাকে বললেন - যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে তখন " আস সালামু আলাইকুম  " বলে প্রবেশ কর। ঘরে কেউ থাকুক বা না-ই  থাকুক। আমি রসুলের উপর সালাম পেশ করবে,  এরপর قل هو الله أحد  (সুরা ইখলাস) পড়বে একবার। এইরকম যে ব্যক্তি পালন করবে, তার উপর আল্লাহ রিজিকের দরজা খুলে দেবেন। আল্লাহ শুধু তার রিজিক প্রশস্ত করবেন না এবং তার সাথে প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের রিজিকও খুলে দিবেন। ☞ইমাম কুরতুবীঃ  তাফসীরে কুরতুবী, ২২/৫৬৬ পৃঃ। ☞ইমাম সাখাবীঃ আল কওলুল বদী, পৃঃ ১২৪। 

বদনজর থেকে বাঁচতে যে দোয়া ও আমল করবেন

 বদনজর থেকে বাঁচতে যে দোয়া ও আমল করবেন মানুষের উপর বিভিন্ন কারণে বদনজর হয়ে থাকে। বদনজর শুধু মানুষের পক্ষ থেকে হয় এমনটি নয়, বরং বদজিন থেকেও বদনজর হয়ে থাকে। মানুষের কুদৃষ্টিই মূলত বদনজর। এতে বেশি আক্রান্ত হয় শিশুরা। তবে বড়রাও এ থেকে মুক্ত নয়। তাই সবার উচিত বদ নজর থেকে বাঁচতে কুরআনি আমল ও দোয়া পড়া। আর তাহলো- ☞   বদনজরের কুরআনি আমল বদজনজর এড়াতে নিয়মিত কুরআনি এ আমলগুলো করা যেতে পারে। নিয়মিত কুরআনি আমলে আল্লাহ তাআলা বদনজর থেকে মুক্ত করবেন। আর তাহলো- > সুরা ফাতিহা পড়া > আয়াতুল কুরসি পড়া (সুরা বাকারা, আয়াত ২৫৫) > সুরা বাকারার শেষের দুই আয়াত (২৮৫ ও ২৮৬) > সুরা ইখলাস পড়া > সুরা ফালাক্ব পড়া। এবং > সুরা নাস পড়া। ☞   বদনজর থেকে বাঁচার দোয়া: বদনজরে আক্রান্ত ব্যক্তিকে ঝাঁড়-ফুক দেয়া। বদনজরে আক্রান্ত ব্যক্তির জন্য ঝাঁড় ফুকের সময় এ দোয়া পড়া- بِسْمِ اللهِ أرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ وَمِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أوْ عَيْنٍ حاَسِدٍ اللهُ يَشْفِيْكَ بِسْمِ اللهِ أرْقِيْكَ ➜   উচ্চারণ :  বিসমিল্লাহি আরক্বিকা মিং কুল্লি শাইয়িন ইয়ুজিকা ওয়া মিন সাররি কুল্ল...

তাহাজ্জুদ নামাজ (a to z)

 তাহাজ্জুদ নামাজ (a to z) ☞ তাহাজ্জুদ নামাযের আগে করণীয়ঃ হুযাইফা (রাযিঃ) বলেন, রাসুল (সাঃ) যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন মিসওয়াক করতেন এবং আমাদেরকেও মিসওয়াক করার হুকুম দেয়া হত, আমরা যখন তাহাজ্জুদ পড়তে উঠতাম, অতঃপর নবী (সাঃ) অযু করতেন (মুসলিম) । তারপর নীচের দু’আ ও তাসবীহগুলি দশবার করে পড়তেন । তারপর নামায শুরু করতেন (আবু দাউদ, মেশকাত ১০৮ পৃঃ) (১) দশবার “ আল্লাহু আকবার (আল্লাহ সর্বশ্রেষ্ঠ) (২) দশবার আলহামদুলিল্লাহ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই) (৩) দশবার সুব্‌হানাল্লাহি ওয়া বিহামদিহী (আমি আল্লাহ প্রশংসার সাথে তাঁর পবিত্রতা ঘোষনা করছি) (৪) দশবার সুব্‌হানাল মালিকিল কদ্দুস (আমি মহা পবিত্র মালিকের গুণগান করছি) (৫) দশবার আসতাগফিরুলাহ (আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি) (৬) দশবার লা ইলাহ ইল্লাল্লাহু (আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই) (৭) দশবার আল্লাহুম্মা ইন্নী আঊযুবিকা মিন দীক্বিদ্দুনিয়া ওয়া দীক্বি ইয়াওমিল ক্বিয়ামাহ (হে আল্লাহ! আমি এই জগতের এবং পরকালের সঙ্কট থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি) ➜  তাহাজ্জুদ নামাযের নিয়ত: “নাওয়াইতু আন উছোয়াল্লিয়া লিল্লাহি তা'আলা...

ইসলামিক রুটিন

 ইসলামিক রুটিন আউযুবিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহাজ্জুদ নামাজ দোয়া, জিকির , কুরআন পড়া . .Unlimited..  " আস্তাগফিরুল্লাহ " খালি পেটে ( চিরতা ,, ছোলা " ১১ ", কালোজিরা " ২১ ") ব্যায়াম ( বুক ডাউন ২০+ ) কাজ ( দৈনিক "৫-৬" ঘন্টা ) গোসল খাবার  নামাজ "৫" ওয়াক্ত  সকাল-সন্ধ্যার সব দোয়া পড়া ....ইনশাল্লাহ..... ** ওযু অবস্থায় থাকা পাক পবিত্র .. আতর ব্যবহার করা  ভালো জুতা, কাপড় পড়া.. ইত্যাদি, যা আল্লাহ চাইলে করা হবে ইনশাল্লাহ.....  ইনশাল্লাহ  সব করবো আল্লাহ তুমি কবুল করো ...............

সকাল-সন্ধ্যার আমলসমূহ :

 সকাল-সন্ধ্যার আমলসমূহ : ➜   আয়াতুল কুরসি: - (১) বার বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম। লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম। লাহু মা ফিস্ সামা ওয়াতি ওয়ামা ফিল আরদ। মান জাল্লাজি ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইজনিহ। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুওয়াল আলিইয়্যুল আজিম। ➜ সুরা ইখলাস - (৩) বার বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুচ্চামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।’ (মাখরাজসহ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেয়া জরুরি ) ➜  সুরা ফালাক্ব - (৩) বার বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউজু বিরাব্বিল ফালাক্ব; মিন শাররি মা খালাক্ব; ওয়া মিন শাররি গাসিক্বিন ইজা ওয়াক্বাব; ওয়া মিন শাররিন নাফ্ফাছাতি ফিল উক্বাদ; ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। ➜  সুরা নাস- (৩) বার বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউজু বিরাব্বিন নাস; মালিকিন্ নাস; ইলাহিন্ নাস। মিন্ শররিল ...

প২ মোনাজাত ও দোয়া করা

মোনাজাত ও দোয়া করা  ➜  দুরুদ শরিফঃ ১ বার   **আল্লাহুম্মা সল্লি 'আলা মুহাম্মাদিওঁ ওয়া 'আলা আলি মুদাম্মাদিন। কামা সল্লাইতা 'আলা ইবরাহীমা ওয়া 'আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক 'আলা মুহাম্মাদিওঁ ওয়া 'আলা আলি মুদাম্মাদিন। কামা বারাক্তা 'আলা ইবরাহীমা ওয়া 'আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। ➜ ' ইয়া যাল জালালি ওয়াল-ইকরাম " (৩ বার)  ➜  "আল্লাহুম্মা ইগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনী বি ফাদলিকা আম্মান সিওয়াকা" (১ বার)  ➜  মানি আতুর বীন আজাবিল কবর (৭ বার)  ➜ ‘ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছ।’  সুব্‌হানাল্লাহিল আ’জিম। ➜  আস্তাগফিরুল্লাহ " ৩ বার  " ➜  'আলিফ লাম মীম। আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়্যুল কাইয়্যুম' ➜  ''লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন। '  ➜  আল্লাহর নামে দুয়া করা  " আর রাহমান, আর রাজ্জাক,  ➜ মনের আশা , ইত্তাদি, [ হালাল , এবং ভাল আশা ] ➜ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মু...

P1 নামাজের সকল দোয়া, সূরা ও নামাজের নিয়ম

 **  নামাজের সকল দোয়া, সূরা ও নামাজের নিয়ম ** ================= ✅ ফজর: " ৪ " = ২সুন্নাত এবং পরে ২ফরজ …. ✅ যোহর: " ১০ " = ৪ সুন্নাত, ৪ফরজ, ২সুন্নাত…. ✅ আছর: " ৮ " = ৪ ফরজ। ফরজের পূর্বে ৪ সুন্নাত ✅ মাগরিব: " ৫ " = ৩ফরজ, ২সুন্নাত।  ✅ ইশা: " ১০ " = ৪ সুন্নাত, ৪ফরজ, ২সুন্নাত, ৩ বিতর। ✅ তাহাজ্জুদ: = " ২ " রাকাত করে ৮ রাকাত বা তার বেশি।  ***সুন্নত নামাজের রাকাতঃ  ➜ ২রাকাত হলেঃ ১ম রাকাতে সুরা ফাতিহা+ইখলাস, ২য় রাকাতে সুরা ফাতিহা+কাউসার... ➜ ৪রাকাত হলেঃ ১ম রাকাতে সুরা ফাতিহা+ইখলাস, ২য় রাকাতে সুরা ফাতিহা+কাউসার, ৩য় রাকাতে সুরা ফাতিহা+সুরা ফালাক, ৪র্থ রাকাতে সুরা ফাতিহা+ সুরা নাস...  ***ফরজ নামাজের রাকাতঃ ➜ ২রাকাত হলেঃ ১ম রাকাতে সুরা ফাতিহা+ইখলাস, ২য় রাকাতে সুরা ফাতিহা+কাউসার... ➜ ৩রাকাত হলেঃ ১ম রাকাতে সুরা ফাতিহা+ইখলাস, ২য় রাকাতে সুরা ফাতিহা+সূরা কা’ফিরূন, ৩য় রাকাতে শুদু " সুরা ফাতিহা "... ➜ ৪রাকাত হলেঃ ১ম রাকাতে সুরা ফাতিহা+ইখলাস, ২য় রাকাতে সুরা ফাতিহা+কাউসার, ৩য় রাকাতে " সুরা ফাতিহা ", ৪র্থ রাকাতে "সুরা ফ...

আমার রুটিন

Introduction:: **  তাহাজ্জুদ নামাজ খালি পেটে (চিরতা,, ছোলা " ১ ১ ", কালোজিরা " ২১ ") ব্যায়াম (বুক ডান ২০+ ) কাজ (দৈনিক " ৫-৬ " ঘন্টা ) **  গোসল খাবার  দোয়া, জিকির , কুরআন পড়া ( **  নামাজ " ৫ " ওয়াক্ত  ঘুম .... ** সকাল-সন্ধ্যার সব দোয়া পড়া .... ইনশাল্লাহ..... ** ওযু অবস্থায় থাকা পাক পবিত্র .. আতর ব্যবহার করা  ভালো জুতা, কাপড় পড়া .. ইত্যাদি..... **  ইত্যাদি, যা নোট করা হবে ইনশাল্লাহ.....

তাহাজ্জুদ নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া

আবু হোরায়রা রা: থেকে বর্ণিত, তিনি বলেন, "আমি রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি। আফজালুস সালাতি বাদাল মাফরুদাতি সালাতুল লাইলি’ অর্থাৎ ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ।" - (মুসলিম, তিরমিজি, নাসাঈ) তাহাজ্জুদের নামায অতীব গুরুত্বপূর্ণ ও ফযিলতপূর্ণ ইবাদত। যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন, তাদের মধ্যে একশ্রেণির মানুষ হলেন তারা, যারা যত্নের সঙ্গে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। এটি একটি নফল ইবাদত তবে নফল ইবাদতের মধ্যে এটি অন্যতম একটি ইবাদত। তাহাজ্জুদের নফল নামাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রেষ্ঠ নফল ইবাদত হিসাবে অ্যাখ্যায়িত করেছেন। তিনি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতেন এবং সাহাবীদের এটা পালনে উৎসাহিত করতেন। কুরআনের বিভিন্ন সুরায় এ নামাজের প্রতি তাগিদ দেয়া হয়েছে। তাহাজ্জুদ নামাজ‌ কি? তাহাজ্জুদ (تهجد‎‎) অর্থ ঘুম থেকে জাগা। তাহাজ্জুদ নামাজ‌ বা রাতের নামাজ হচ্ছে একটি নফল ইবাদত, ফরয নামাজের পর অন্যান্য সুন্নাত ও নফল সব নামাযের মধ্যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ফযীলত সবচেয়ে বেশী। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে রাসুলুল্লাহ (সাঃ)-এর ওপর তাহাজ্...

সালাতুল হাজত নামাজের নিয়ম ও দোয়া

হাজত নামাজ:- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন । আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ । প্রিয় বন্ধুরা পবিত্র হাজত নামাজ আমাদের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামজ ।মানুষের সমস্যা আছে , থাকবে চিরকাল । আর এই দুনিয়াবি সকল সমস্যা সমাধানের জন্য হাজত নামাজ নামের দুই রাকাত নফল নামাজ পড়া উত্তম।  সালাতুল হাজত কী? সালাতুল হাজত বলতেই প্রয়োজনে নামাজ পড়া বুঝায়। তাই বৈধ যে কোনো প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাআত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলে। (ইবনে মাজাহ) হ্যাঁ, যখন কেউ সাহায্য করতে পারে না, তখন মানুষের একমাত্র সাহায্যকারী হলেন মহান আল্লাহ। তিনিই পারেন মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে। মানুষের বিপদ যত সহজ আর কঠিনই হোক না কেন, তিনি পারে মানুষকে তা থেকে রক্ষা করতে। এ ক্ষেত্রে অন্যতম মাধ্যম হলো বিপদ থেকে মুক্তি পেতে নামাজ পড়া। এ নামাজ ‘সালাতুল হাজত’ হিসেবে পরিচিত। এ নামাজের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন- ‘হে ইমানদারগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ তাআল ধৈর্যশ...

বড় বড় সমস্যা সমাধানের খুব দামী আমল ও অজিফা। ইনশাল্লাহ ৩ রাতের ভিতর মনের ... P-1

মনের সব আশা পুরণের জন্য মূল্যবান অজিফা:-  শাহ অলি উল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন  সন্দেহ করলে কাফের হয়ে যাবে এবং  ৩ রাতের মধ্যে সমাধান হবে আজ আমি মনের সব আশা পুরণের জন্য অত্যন্ত মূল্যবান ১টি নামাজের অজিফা বলব, নামাজের নিয়ম বলব, যাতে আপনার সকল হাজত পুরণ হবে, সব অভাব দুর হবে সব সমস্যা যদি পাহাড়ের সমানও হয় সমাধান হবে ইনশা আল্লাহ। আল্লামা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী (রহঃ) লিখেন কোন ব্যক্তি যদি এই নামাজ পড়ে এবং সন্দেহ পোষন করে যে আমি এই আমল  করার পরও আমার সমস্যা সমাধান হবে না তাহলে সে মুসলমানও থাকবে না। সে নামাজের নিয়ম হল ৪ রাকাত নামাজ:- হাজতের নিয়তে পড়বে, নিয়ত করবে আমি হাজত পুরনের জন্য ৪ রাকাত নফল নামাজ পড়ছি। ✔️ ১ম রাকাতে সুরা ফাতেহার পর ১০০ বার পড়তে হবে : (রাব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিনি) ✔️ ২য় রাকাতে সুরা ফাতেহার পর ১০০ বার পড়বে : (ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসিরুম বিল ইবাদ) ✔️ ৩য় রাকাতে সুরা ফাতেহার পর ১০০ বার পড়তে হবে : (রাব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিনি) ✔️ ৪থ রাকাতে সুরা ফাতেহার পর ১০০ বার পড়তে হবে : (হাস...

সকাল বেলার আমল

[সকালে পড়ার মুজেযা ] সকাল বেলার আমল :-  - (৩৩) বার ফরজ নামাজের পর ,, মোনাজাতের আগে .......... ✅  ফাবি আইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকাজ্জিবান  । ✅ আলহামদুলিল্লাহ....

ছোট বাচ্চাদের বদনজর মুক্তির জন্য দোয়া পড়া:-

বদনজর থেকে বাঁচাতে নবীজি (সা.) ছোটদের কোলে নিয়ে বিভিন্ন দোয়া পড়ে ফুঁ দিতেন । হাদিসের গ্রন্থগুলোতে এমন অনেক বর্ণিত হয়েছে। এখানে একটি দোয়া উদ্ধৃত করা হচ্ছে। হজরত হাসান ও হুসাইনকে (রা.) নবীজি (সা.) এই বাক্যগুলো দিয়ে ফুঁ দিতেন— আরবি : أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ ➜    উচ্চারণ :  উইজুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। অর্থ : আমি তোমাদের উভয়কে আল্লাহর কালামের আশ্রয়ে রাখতে চাই সবধরনের শয়তান হতে, কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদ নজর হতে। (বুখারি, হাদিস : ৩৩৭১) পরিশেষে লক্ষণীয় যে, বদনজরের বিষয়টি সত্য। যে কারও ওপর বদনজর লাগতে পারে। তাই সতর্ক থাকার পাশাপাশি সবসময় আমলের মধ্যে থাকা উত্তম। পাঁচ ওয়াক্ত নামাজের পর দোয়া-দরুদ পড়া। এছাড়াও সুরা ফালাক ও নাসের মাধ্যমে মানুষ ও জিনের যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। ========================= أعُوذُ بِكَلِماَتِ اللهِ التاَّمَّةِ مِنْ كُلِّ شَيْطاَنٍ وَهاَمَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَم...

বদনজর থেকে বাঁচতে যে দোয়া ও আমল করবেন

 মানুষের উপর বিভিন্ন কারণে বদনজর হয়ে থাকে। বদনজর শুধু মানুষের পক্ষ থেকে হয় এমনটি নয়, বরং বদজিন থেকেও বদনজর হয়ে থাকে। মানুষের কুদৃষ্টিই মূলত বদনজর। এতে বেশি আক্রান্ত হয় শিশুরা। তবে বড়রাও এ থেকে মুক্ত নয়। তাই সবার উচিত বদ নজর থেকে বাঁচতে কুরআনি আমল ও দোয়া পড়া। আর তাহলো- বদনজরের কুরআনি আমল বদজনজর এড়াতে নিয়মিত কুরআনি এ আমলগুলো করা যেতে পারে। নিয়মিত কুরআনি আমলে আল্লাহ তাআলা বদনজর থেকে মুক্ত করবেন। আর তাহলো- > সুরা ফাতিহা পড়া > আয়াতুল কুরসি পড়া (সুরা বাকারা, আয়াত ২৫৫) > সুরা বাকারার শেষের দুই আয়াত (২৮৫ ও ২৮৬) > সুরা ইখলাস পড়া > সুরা ফালাক্ব পড়া। এবং > সুরা নাস পড়া। বদনজর থেকে বাঁচার দোয়া: বদনজরে আক্রান্ত ব্যক্তিকে ঝাঁড়-ফুক দেয়া। বদনজরে আক্রান্ত ব্যক্তির জন্য ঝাঁড় ফুকের সময় এ দোয়া পড়া- بِسْمِ اللهِ أرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ وَمِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أوْ عَيْنٍ حاَسِدٍ اللهُ يَشْفِيْكَ بِسْمِ اللهِ أرْقِيْكَ উচ্চারণ : বিসমিল্লাহি আরক্বিকা মিং কুল্লি শাইয়িন ইয়ুজিকা ওয়া মিন সাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসাদিল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরক্বিকা। অর্থ : আল্লাহর...

সালাত ওয়াক্ত + সালাত শিক্ষা:-

 ✅ ফজর: ৪ = ২সুন্নাত এবং পরে ২ফরজ ….  ✅ যোহর: ১০ = ৪ সুন্নাত, ৪ফরজ, ২সুন্নাত….  ✅ আছর: ৮ = ৪ ফরজ। ফরজের পূর্বে ৪ সুন্নাত  ✅ মাগরিব: ৫ = ৩ফরজ, ২সুন্নাত।   ✅ ইশা: ১০ = ৪সুন্নাত, ৪ফরজ, ২সুন্নাত, ৩ বিতর।  ✅ Tahajjud: 2 রাকাত করে ৮রাকাত বা বেশি। সালাত শিক্ষা:- * আল্লাহুআকবার..                                               * আউযুবিল্লা হিমিনাশ শায়তোয়ানির রজিম।  * বিসমিল্লাহির রহমানির রহিম।  * সূরা ফাতেহা এবং এর সাথে ১টি সূরাঃ- সুরা কাফিরুন    * রুকু- ‘সুবহানা রব্বীয়াল আযীম’(৩বার)   ৮. রুকু হইতে উঠিবার সময়- সামিআল্লাহু লিমান হামিদাহ।(১বার) (ঈমামের পেছনে মুকতাদিরা বলবে) (এখানে রাব্বানা লাকাল হামদ পর্যন্ত পড়লেও হবে।) ৯. রুকু হইতে উঠিবার পর- সিজদাহ- “সুবহানা রাব্বীয়াল আ‘লা” (৩বার)। #দুই সিজদার মাঝেঃ- আল্লাহুম্মাগফিরলি, ওয়ার হামনি, ওয়া ধিনি, ওয়া আফেনি, ওয়ার জুকনি।     এর পর আবার উঠে দাড়িয়ে হাত বেধে সূরা ফা...

সকল সব সূরা

বিসমিল্লাহির রাহমানির রাহীম সানা-: সুবহানাকা আল্লাহুম্মা,ওয়া বিহামদিকা,ওয়া তাবারাকাসমুকা,ওয়া তায়ালা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গাইরুকা। আয়তুল কুরসী:- আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম। সূরা ইখলাস:- কুলহুওয়াল্লা-হু আহাদ। আল্লাহুচ্ছামাদ।লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ূ লাদ ওয়ালাম ইয়াকুল-লাহু-কুফুওয়ান আহাদ। সূরা ফালাক:- কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক, মিন শাররি মা-খালাক। ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব। ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ। ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ। সূরা নাস:-  বিসমিল্লাহির রহমানির রাহিম। ক্বুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন্নাস। ইলাহিন্নাস। মিন শাররীল ওয়াস ওয়াসিল খান্নাস। আল্লাযি ইউওয়াস ভিসু ফী সুদুরিন্নাস। মিনাল জিন্নাতি ওয়ান না...

অন্য আমলঃ-

✅ স্বামী ও স্ত্রী ভালবাসার আমলঃ-  → ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহ্‌। → নিয়মঃ- প্রতি ওয়াক্ত নামাজের শেষে ১০১ বার। অথবা → দুরুদ শরিফ ৩ বার (অজিফা ১১,২১ বার) ফু দিয়ে খাইয়াবে, ইনশাল্লাহ… ✅ মেধা শক্তি বারানোর আমলঃ- → দুরুদ শরিফ ৩ বার → ২১ বার (রাব্বিস-সাহলি ছাদরি, ওয়াইয়াস সিরলি, আমরি, ওয়াহলুল ওকদাতাম, মিল্লিসানি, ইয়াফ কাহু কাওলি + রাব্বি জিদনি ইলমা) → নিয়মঃ- ফু দিয়ে পানিয়ে খাইয়াবে ৩বার. ✅ আল্লাহ্‌র ইচ্ছায় বাদ্ধ্যঃ- → দুরুদ শরিফ ২১ বার → ১১ বার ( ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা) → দুরুদ শরিফ ২১ বার. কল্পনা ফু...ইনশাল্লাহ… ✅ Stri বাধ্য করার আমলঃ → ঘুমে থাকলে মাথা কাছে বসে বসে চুপি “ইয়া-জা-মিউ” ১০১ বার ফু দিবে। ইনশাল্লাহ… → আল-ওয়ালিয়্যু বেশি বেশি ...।  ✅ জিনকে বন্দু করার দোয়া ঃ Your browser does not support the video tag. ✅ রাতে ঘর থেকে বের হলেঃ- ওয়া জা’আলানা-মিম বাইনি আইদি-হিম ছাদ্দাও ওয়া মিন খালফিহিম ছাদ্দান ফাআগশাইনা- হুম ফাহুম লা- ইউবসিরু-ন। ✅ মুখ সহ সারা শরীর ফর্সা হওয়ার দোয়া আমল Your browser does not support the video tag. সূরাতুন আনযালনাহা ও ফারদ না হা ও আঞ্জালন ফিহা আ...

আল্লাহর নামের ফজিলত :-

✅ আল ওয়াহহা-বু নামের ফজিলতঃ- লিখে রাখবে শাথে বা চাশতের নামাজের শেষে সেজদায় ৪০বার পরবে। বা ১০০বার ।।ইনশাল্লাহ  ✅ আল জালিলু”নামের ফজিলতঃ- টাকা, পয়সা, অন্য দ্রব্যে ১০ বার পরে ফু দেবে ইনশাল্লাহ চোর , ডাকাত আসবে না। ✅ মা-লিকুল মুলক”নামের ফজিলতঃ- ইয়া মা লিকুল মুল্ ক বেশই বেশি... ✅ আলবা-দীউ”নামের ফজিলতঃ- ১. যে ব্যক্তি কোন পেরেশানী,মসিবতে থেকে বাছতে ১০০০বার (ইয়া বাদীআ সসামা-ওয়া-তি ওয়াল আরদ) ইনশাল্লাহ নাজাত পাবে। ২. কেউ ওজু করে সুয়ে থাকলে ইনশাল্লাহ কাজের বেপারে স্বপ্নে দেখবে। ৩.যে ব্যক্তি এশার নামাজের পর ( ইয়া- বা্দীআল- আজা-য়িবি বিলখাইরি ইয়া বাদীউ ) ১২০০বার ১২ দিন পরবে, যে কাজে উদ্দেশে পরবে , ইনশাল্লাহ আ আমল শেষ হোওয়ার আগে উদ্দ্যেশ্ সফল হবে ইনশাল্লাহ।

সকল কাজের শুরুতে :-

আউযুবিল্লা হিমিনাশ শায়তোয়ানির রজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।  আস্তাগফিরুল্লাহ।  ‘ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছ।’ আল্মুতাকাব্বিরু বেশি বেশি…

জিন ও জাদু থেকে নিরাপদ

✅#সকাল-সন্ধাঃ- আউজুবি কালিমাতিল্লাহিত তামমাতি মিন শাররি মা খালাক্বা। ✅#৩ কুল সুরাঃ- ইখলাস, ফালাক, নাস। (৩বার করে) ✅#আয়াতুল কুরসিঃ-  ঘরে ঢুকার আগে এবং পরে।  ঘুমানোর আগে । সকাল সন্ধ্যা । প্রত্যেক ফরজ নামাজের পর । Read More:: HOME PAGE....

আয়াতুল কুরসী

আয়াতুল কুরসি:- اللَّـهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْ‌ضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْ‌سِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْ‌ضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ বাংলা উচ্চারণ:- বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম। লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম। লাহু মা ফিস্ সামা ওয়াতি ওয়ামা ফিল আরদ। মান জাল্লাজি ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইজনিহ। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুওয়াল আলিইয়্যুল আজিম। উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম . আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বিয়্যুম লা তা’খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াত...

নামাজের দোয়া ও সূরা (বাংলা অনুবাদসহ)

নামাজের দোয়া: জায়নামাজের দোয়া : জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরুর পূর্বেই এই দোয়া পড়তে হয়। উচ্চারন- ইন্নি ওয়াজ্জাহ তু ওয়াজ্ হিয়া লিল্লাজি, ফাত্বরস্ সামা-ওয়া-তি  ওয়াল্ আরদ্বঅ হানি-ফাওঁ ওয়ামা-আনা মিনাল মুশরিকী-ন। অর্থ-নিশ্চই আমি তারই দিকে মুখ করলাম, যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন এবং বাস্তবিকই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই । এরপর নামাজের নিয়াত ও তাক্ বীরে তাহঃরীমা নামাজের ইচ্ছা করাই হচ্ছে নামাজের নিয়াত করা। মুখে উচ্চারণ করা জরুরী নয়, তবে মুস্তাহাব। সমস্ত নামাজেই ,নাওয়াইঃতু আন্ উছাল্লিয়া লিল্লাহি তায়া’লা (২ রাকাত হলে) রাক্ ‘য়াতাই ছালাতিল (৩ রাকাত হলে) ছালাছা রাক্ ‘য়াতাই ছালাতিল (৪ রাকাত হলে) আর্ বায়  রাক্ ‘য়াতাই ছালাতিল (ওয়াক্তের নাম) ফাজ্ রি/ জ্জুহরি/আ’ছরি/মাগরিবি/ইশাই/জুমুয়া’তি (কি নামাজ তার নাম) ফারদ্বুল্ল-হি/ওয়াজিবুল্ল-হি/সুন্নাতু রসূলিল্লাহি/নাফলি। (সমস্ত নামাজেই) তায়া’লা মুতাওয়াজ্জিহান্ ইলা জিহাতিল্ কা’বাতিশ শারীফাতি আল্ল-হু আক্ বার। বাংলায় নিয়াত করতে চাইলে বলতে হবে, আমি আল্লা-হ্’র উদ্দেশ্যে ক্কেবলা মুখী হয়ে, ফজরের/জোহরের/আসরের/মাফরিবের/ঈশার/জুম...

তিন কুল পড়ার ফজিলত ও আমলের পদ্ধতি

* সুরা ইখলাস - উচ্চারণ : কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুচ্চামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।’ (মাখরাজসহ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেয়া জরুরি ) অর্থ : (হে রাসুল! আপনি) বলুন, তিনিই আল্লাহ, একক। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। আর তার সমতুল্য কেউ নেই।’ (সুরা ইখলাস) * সুরা ফালাক্ব - উচ্চারণ : কুল আউজু বিরাব্বিল ফালাক্ব; মিন শাররি মা খালাক্ব; ওয়া মিন শাররি গাসিক্বিন ইজা ওয়াক্বাব; ওয়া মিন শাররিন নাফ্ফাছাতি ফিল উক্বাদ; ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। (মাখরাজসহ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেয়া জরুরি ) অর্থ : বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে। অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। * সুরা নাস- উচ্চারণ : কুল আউজু বিরাব্বিন নাস; মালিকিন্ নাস; ইলাহিন্ নাস। মিন্ শররিল ওয়াস্ওয়াসিল খান্নাস; আল্লাজি ইউওয়াসয়িসু ফি ছুদুরিন নাস। মিনাল ঝিন্নাতি ওয়ান নাস। (মাখরাজসহ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেয়া...

সকাল-সন্ধ্যার আমলসমূহ :

আবু দাউদ, তিরমিযী ও নাসায়ীর এক দীর্ঘ রেওয়ায়েতে রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-বিকাল সূরা এখলাস, ফালাক ও নাস পাঠ করে তা তাকে বালা-মসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্যে যথেষ্ট হয়। (ইবনে-কাসীর)। সকাল-সন্ধ্যার আমলসমূহ : ✅ আয়াতুল কুরসি:- (১) বার বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম। লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম। লাহু মা ফিস্ সামা ওয়াতি ওয়ামা ফিল আরদ। মান জাল্লাজি ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইজনিহ। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুওয়াল আলিইয়্যুল আজিম। ✅ সুরা কাফিরুন:- (১) বার বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লাআ বুদু মা তা’আবুদুন। ওয়ালা আনতুম আবিদুনা মা-আ’বুদ। ওয়ালা আনা আবিদুম মা-আবাত্তুম। ওয়ালা আনতুম আবিদুনা মা আ’বুদ। লাকুম দি-নুকুম ওয়ালিয়া দ্বিন। ✅ সুরা ইখলাস - (৩) বার বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুচ্চামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া...

ঘুমের আগে চার ‘কুল’ পড়ার ফজিলত

অনেকে ঘুমানোর পূর্বে চার কুল তথা সুরা কাফিরুন, সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়ে শরীরে ফুঁ দিয়ে থাকে। এই আমলের কি কোন প্রমাণ আছে? কোন হাদিস আছে কি? দয়া করে জানালে ভাল হতো। চার কুল পড়ার কথা হাদিসে রয়েছে। এই আমল করলে— আল্লাহ তাআলা সামগ্রিক বিপদ-আপদ থেকে রক্ষা করবেন। আল্লাহর রাসুল (সা.) এই সুসংবাদ দিয়েছেন। ""হ্যাঁ, এর স্বপক্ষে হাদিস রয়েছে। উরওয়া ইবনে নওফাল তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসুল (সা.) তাকে জিজ্ঞাসা করেন, ‘কেন এসেছো?’ তিনি বললেন, এজন্য এসেছি— যাতে আপনি আমাকে কিছু শিক্ষা দেন; যা আমি শোয়ার সময় পড়তে পারি। রাসুল (সা.) বলেন, ‘যখন তুমি বিছানায় যাবে, তখন “কুল ইয়া আয়্যুহাল কাফিরুন” পড়বে। তারপর এটি শেষ করে শুইবে। কেননা, এটি শিরক থেকে মুক্ত করে।’ (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস : ২৬৫২৮; নাসায়ি, হাদিস : ১০৫৬৯)"' আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসুল (সা.) প্রতি রাতে যখন বিছানায় আসতেন, তখন দুই তালুকে একত্র করতেন। তারপর তাতে ফুঁ দিয়ে— ‘কুল হুয়াল্লাহু আহাদ’ এবং ‘কুল আউজু বিরাব্বিল ফালাক’ ও ‘কুল আউজু বিরাব্বিন নাস’ পড়তেন। তারপর শরীরের যতটুকু অংশ সম্ভব মুছে দিতেন। শুরু...